Tuesday, August 7, 2018

চীনের হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা




পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন ওয়েব রাইডার হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে চীন। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে জিংকং-২ বা স্টেরি স্কাই-২ নামে এ বিমানের পরীক্ষা চালানো হয়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই বিমানটির গতি তীব্র। নিজের তৈরি শব্দতরঙ্গ ব্যবহার করে দ্রুতগতিতে ছুটে চলে। এটি আকাশে স্বাধীনভাবে উড়তে সক্ষম, বড় আকারে বাঁক নিতে পারে এবং নির্ধারিত লক্ষ্যে ঠিকঠাকমতো অবতরণ করতে পারে।
জিংকং-২ এয়ারক্রাফটি আকাশে থাকাকালে সেটির কক্ষপথ আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব।

No comments:

Post a Comment